৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৪ জুন) ময়মনসিংহ জেলা পুলিশের কনফারেন্স রুমে জেলা পুলিশের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়কে বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। 

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, এনএসআই ময়মনসিংহের যুগ্ম পরিচালক মো. শরীফ উল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ক্রিকেট দলের ম্যানেজার মো. আ. মোমেন খান, কোচ- হাবিবুল ইসলাম আলোক, অধিনায়ক সালেহীন রিফাত সাদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত এপ্রিলে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বরগুনা জেলা ক্রিকেট দলের সঙ্গে ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকায় ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

উবায়দুল হক/এমএএস