ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল চলাকালে হেফাজতকর্মীদের অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল চলাকালে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হেফাজতকর্মীদের অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) দুপুরে পুড়ে যাওয়া স্থাপনাগুলো পরিদর্শন শেষে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন।

ডিআইজি আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এর আগে রোববার (২৮ মার্চ) হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতকর্মীরা।

তারা খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, দ্য আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলার সহকারী কমিশনের (ভূমি) কার্যালয়, পৌরসভা কার্যালয়, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, জেলা পরিষদ কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এছাড়া হেফজাতকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবেও হামলা চালান।

আজিজুল সঞ্চয়/এমএসআর