জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু বলেছেন, বিশ্বের মোড়লরা একেকটি দেশকে একেকভাবে বিবেচনা করে কথা বলে। একটি দেশের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সংবিধান সম্মতভাবেই হয়। এক্ষেত্রে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সমুচিত নয়।

তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধানিকভাবেই হবে। নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন স্বাধীন, তাই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (১ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যান ডেপুটি স্পিকার। সেখানে সাংবাদিকরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপের বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন শামসুল হক টুকু।

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে সংবিধান সম্মতভাবেই একটি জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় ব্যবস্থাপনা করবে। আর সাধারণ মানুষ ভোট দিয়ে একটি নতুন সরকার গঠনের সুযোগ দেবে, যা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কারণ রাজনৈতিক দল গঠন করা হয় একটি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য। প্রতিটি রাজনৈতিক দলের ইচ্ছে থাকে তারা রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে কাজ করবে। তাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই ডেপুটি স্পিকার হিসেবে আমার প্রত্যাশা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল আলম টুকুকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল।

অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

অনুষ্ঠানে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন-প্রবীণ ছাত্রছাত্রীসহ শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

/এসএসএইচ/