দেশে লাগামহীনভাবে বাড়ছে কাঁচা মরিচের দাম। কোথাও পাঁচ শ, কোথাও ছয় শ, আবার কোনো জায়গায় হাজারে পৌঁছেছে কাঁচা মরিচের দাম।

এবার বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁচা মরিচ এনে আলোচনায় এসেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যুবক এসএম রায়হান।

রোববার (২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে উপজেলার হোসেন্দীর কুমারপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোসেন্দীর ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার হিসেবে নিয়ে আসেন এক মেহমান।

বিয়েতে কাঁচা মরিচ নিয়ে আসা এসএম রায়হান বলেন, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় কাঁচা মরিচ। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে সাধারণ মানুষ এখন দিশেহারা। কিছুদিন আগে আদার দাম বৃদ্ধি এখন কাঁচা মরিচ। নিত্যপণ্যের দাম যে হারে বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে জীবনযাপন করা কঠিন। তাই প্রতিবাদস্বরূপ বিয়েতে এক কেজি কাঁচা মরিচ নিয়ে আসা।

উপহার হিসেবে কাঁচা মরিচ নিয়ে আসার বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিয়েতে আসা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান বর্তমান সময়ে এটা একটি নীরব প্রতিবাদ।

বিয়ের অনুষ্ঠানে কাঁচা নিয়ে আসার প্রসঙ্গে বরের বাবা বলেন, প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীতে অনুষ্ঠানে আসা সকলেই বলছে বর্তমান সময়ের জন্য খুবই উত্তম একটি প্রতিবাদ বটে। আমিও পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে স্বাগত জানিয়েছি। আমাদের আজকের বৌভাত অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সরুজ মিয়া বলেন, আমাদের উপজেলায় সবচেয়ে বেশি মরিচসহ অন্যান্য শাকসবজি চাষাবাদ হয়। তারপরও কাঁচা মরিচের দাম আমাদের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সেখানে বিয়ের অনুষ্ঠানে এমন উপহার সত্যিই সকলের মধ্যে আলোড়ন তৈরি করেছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

এমজেইউ