জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের
জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল ৫টার দিকে পৌরসভার বানিয়াবাজার ও হটচন্দ্রায় এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- পৌরসভার হাটচন্দ্রা পশ্চিমপাড়া এলাকার মৃত ফুটু শেখের ছেলে মোফাজ্জল শেখ (৫২) ও বানিয়াবাজার এলাকার সায়েব আলীর ছেলে আব্দুল খালেক (৪৮)। মোফাজ্জল পেশায় একজন কৃষক ও আব্দুল খালেক গার্মেন্টসকর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মোফাজ্জল শেখ বাড়ির পাশের খেত থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও মারা যায়।
বিজ্ঞাপন
অপরদিকে একই সময় বৃষ্টির মধ্যে ব্রহ্মপুত্র নদে আব্দুল খালেকসহ তিনজন মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অপর দুজন আহত হন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এমজেইউ