চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন সুবিধাবঞ্চিতরা
উপকূলীয় অঞ্চলের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধন
ভিডিও কনফারেন্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভোলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সরাসরি কথা বলতে পারবেন। একই সঙ্গে মিলবে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা। এতে করে উপকূলীয় এই জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, কমবে মৃত্যুর হার।
সোমবার (২৯ মার্চ) ভোলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে উপকূলীয় অঞ্চলের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধনের সময় এসব তথ্য বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী। সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম সভাপতিত্ব করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহামুদল হক আযাদ, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ইএইচডির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম খান, প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মোমেন খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন জানান, এই প্রকল্পের মাধ্যমে ভোলার মূলত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অসুস্থতা, মৃত্যুর হার হ্রাস ও সর্বজনীন স্বাস্থ্যের আওতায় পরিবার পরিকল্পনা এবং পুষ্টির ফলাফল নিশ্চিত হবে। প্রকল্প সফল করতে ইতোমধ্যে স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, সেবাকেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে ।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী বলেন, উপকূলবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা। এই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পৌরসভায় ইএইচডি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি আশা করছি এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত ল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ইউকেএইড’র আর্থিক সহযোগিতা এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে ‘পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইএইচডি)’ নামের সংস্থা ভোলা পৌরসভা, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর