নীলফামারীর জলঢাকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (৮জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে জলঢাকা বাজারের মনিহারি পট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করেছি। প্রথমে একটি ইউনিট কাজ শুরু করলেও পর্যায়ক্রমে চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। প্রায় এক ঘণ্টা ধরে কাজ করেও আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আশেপাশের স্টেশনগুলোতে খবর দেওয়া হয়েছে।

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

শরিফুল ইসলাম/এমজে