আগামী শনিবার (১৫ জুলাই) ফরিদপুর জেলা ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্যারিস্টার সুমন একাডেমি। খেলা শেষে মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের জয়ে দারুণ গোল করে সবার নজর কাড়ার জন্য ফরিদপুরের সন্তান শেখ মোরসালিনকে সংবর্ধনা দেওয়া হবে।

রোববার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ খেলার জন্য আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির এতে সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরের সন্তান শেখ মোরসালিন। তিনি দেশের জন্য সাফ চ্যাম্পিয়নশীপে সম্মান বয়ে এনেছেন। এজন্য তাকে একটি বড় সড় সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন ব্যারিস্টার সুমনের খেলা শেষে দর্শক ভর্তি মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ব্যারিস্টার সুমনের ফুটবল দল বাসে করে আগামী শুক্রবার (১৪ জুলাই) ফরিদপুরে চলে আসবেন। সার্কিট হাউজে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। পরদিন ১৫ জুলাই খেলা শেষ করে সন্ধ্যায় তারা চলে যাবেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার সুমনের দল সারাদেশে ফুটবল খেলে আলোচিত হয়েছে। তাদের সঙ্গে ফরিদপুর জেলা ফুটবল দল খেলবে। এই খেলায় কেউই হারবে না, জিতবে ফুটবল। মাদক থেকে তরুণ ও যুব সমাজকে দূরে রাখতে এসব আয়োজন ভূমিকা রাখে।

কামরুল আহসান বলেন, এ খেলায় আগত দর্শকদের উৎসাহীত করতে আমরা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে সেদিন তার খেলা থাকায় তিনি আসতে পারবেন না। তবে সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান উপস্থিত থাকবেন। যেহেতু আমাদের হাতে সময় কম।তাই আমরা দর্শক উপস্থিতির জন্য শহরের মোড়ে মোড়ে খেলার প্রচারণার জন্য ব্যানার ফেস্টুন টানাব, মাইকিং করব পাশাপাশি জেলার নয়টি উপজেলাতেই সবাইকে জানানোসহ দর্শকদের আনা নেওয়ার জন্য একটি করে মিনি বাসের ব্যবস্থা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ'র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির প্রমুখ।

জহির হোসেন/আরকে