ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (০৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাসপাতালে চিকিৎসারত রয়েছেন- হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)।
বিজ্ঞাপন
আহতের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর রোববার সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড়িয়ে গুরুতর আহত করে। অন্তত ৪ জন শিশুকে কামড়ে কোমড় ও পায়ের মাংস ক্ষত-বিক্ষত করে।
গুরুতর আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, কুকুরের কামড়ানোর ঘটনা ইতোমধ্যে জানতে পেরেছি। তবে পাগলা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাহাদুর আলম/এমজে