বিস্ফোরণে উড়ল ঘরের একাংশ, ঝলসে গেল যুবকের শরীর
বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমেদের চাচাতো ভাইয়ের ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া সাধুর বটতলা এলাকার বাসিন্দা সোহেল মৃধার ছেলে রিফাত মৃধা (২২) গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিস্ফোরণটি বোমা কিনা তা এখনো আমরা নিশ্চিত নই। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘরটি পরিত্যক্ত। ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডারসহ বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি আসলে কি ঘটেছিল ওখানে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, রোববার দুপুর সোয়া ১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড গোবর্ধন এলাকার বাসিন্দা কাউন্সিলর শামীম আহমেদের আপন চাচাতো ভাই নাজমুল সরদারের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আহত অবস্থায় পড়েছিলেন রিফাত মৃধা। স্থানীয়দের ধারণা পরিত্যক্ত ঘরে বোমা তৈরি করছিলেন রিফাত। বিস্ফোরণে ঘরের একাংশ উড়ে গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত রিফাতের শরীরের ৮০ শতাংশ ঝলসে গেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।
সৈয়দ মেহেদী হাসান/আরকে