ঝালকাঠির নলছিটিতে এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খলিলুল্লাহ (২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকার রবিউল ইসলাম বেপারীর ছেলে। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ জুলাই ) রাতে ওই ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ। বিষয়টি জানাজানি হয়ে গেলে শিশুটির পরিবার জাতীয় সেবা ৯৯৯ কল করে থানায় খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

শরিফুল ইসলাম পলাশ/এএএ