কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নসিমনের ধাক্কায় মিয়া শাহীন (৪২) ও ইকরামুল হক (২২) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিয়া শাহীন চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ঝাঝাডাঙ্গা ছয়খড়িয়া গ্রামের সামছুল আলমের ছেলে। তিনি মুদি দোকানি ছিলেন। আর নিহত ইকরামুল হক একই উপজেলার নাস্তিপুর গ্রামের সালাম খাজলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি নসিমন রাজবাড়ীগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নসিমন চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিয়া শাহীন নিহত হন এবং অপর মোটরসাইকেল আরোহী ইকরামুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

রাজু আহমেদ/আরকে/আরএআর