মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ফরিদপুরে এক সপ্তাহের ব্যবধানে ৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৯২ জন।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের দুইজন মারা গেছেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। নুতন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন। 

তারা হলেন, ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী খন্দকার মিজানুর রহমান হালিম (৭২) ও তার স্ত্রী মেহেরুন নেছা (৬০)।

তাদের আত্মীয় ও বিএমএ’র ফরিদপুরের সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো জানান, দুইজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। এরপর তাদের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে মেহেরুন নেছা গত ১০ দিন আগে এবং তার স্বামী খন্দকার হালিম ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, মেহেরুন নেছা সোমবার সকালে এবং তার স্বামী ওইদিন রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা গেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২৬ জন। আর মোট আক্রান্ত হয়েছে ৯ হাজারের মতো। তবে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৯২ জন।

বি কে সিকদার সজল/এমএএস