নীলফামারীতে সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মোমিনুর রহমান রতনের (রতন সরকার) দাফন সম্পন্ন হয়েছে। নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার (১৪ জুলাই) জুমার নামাজের পর নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকাবাসীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।  

এলাকাবাসী ও স্বজনরা জানান, সাংবাদিকতা জগতে উজ্জ্বল নক্ষত্র হারালেন তারা। তাদের কাছে উত্তরের কণ্ঠস্বর আরেক মোনাজাত উদ্দীনের বিদায় হলো আজ।

রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাসার বলেন, রতন ভাইয়ের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যাতেও মোবাইলে কথা হয়। কিন্তু ভাবিনি এটাই হবে শেষ কথা তার সঙ্গে। ওনার সঙ্গে সবচেয়ে বেশি কথা হতো তিস্তা পাড়ের মানুষ নিয়ে। তিস্তা ওনার জীবনে বড় একটি আবেগের জায়গা ছিল। তার এই অকাল মৃত্যুতে যুবলীগের পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানাই।

রতন সরকার সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সিনিয়র এ সাংবাদিক। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সহকর্মীর। কান্নায় ভেঙে পড়েন তারা।

পরিবারের সদস্যরা জানান, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ঢাকায় এসেছিলেন রতন। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবীর বিন আনোয়ার (সাবেক কেবিনেট সচিব ও পানি সম্পদ মন্ত্রণালয় সচিব) এর সঙ্গে সাক্ষাৎ করে তারা বিকেলেই আবার ফিরে যান। সৈয়দপুর হয়ে রংপুর ফিরে সবাই একসঙ্গে চা খাচ্ছিলেন। সে সময় রতন সরকার অসুস্থ হয়ে পড়েন। পরে সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

রতন সরকার নীলফামারী শহরের প্রগতি পাড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, আমাদের সময়, খোলা কাগজ, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন।

এছাড়া তিনি এটিএন বাংলা, এটিএন নিউজ, সিএসবি নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার। 

শরিফুল ইসলাম/এএএ