কনের বাড়িতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে প্রাণ গেল বরের
বিয়ের প্রস্তুতি সম্পন্ন। লগ্ন উপলক্ষ্যে কনের বাড়িতে যাওয়ার জন্য তৈরি বরযাত্রী। এবার যাত্রার পালা। বেরোনোর ঠিক আগ মুহূর্তে তার আগে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎ সংযোগ দিতে যান বর সেনা সদস্য স্বপন কুমার দে (২৩)। আর সেখানেই বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তার।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে। স্বপন কুমার দে ওই গ্রামের দীপকদের ছেলে। ১০ জুলাই বিয়ের জন্য ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন তিনি।
বিজ্ঞাপন
স্বজন বরুণ চন্দ্র জানান, শুক্রবার উপজেলার বিল্বগ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রস্ততি নিচ্ছিলাম। ৯টার দিকে লগ্ন ছিল। কিন্তু তার আগেই এমন ঘটনা ঘটল। আমরা শোকস্তব্ধ হয়ে পড়েছি।
গৌরনদী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/আরকে