চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্যাহ সরকার।

আরিফ উল্যাহ সরকার ১৩ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারকেল গাছ) পেয়েছেন ৬ হাজার ৩৪৭ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন) পেয়েছেন ১ হাজার ৬৬৯ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মো. সেলিম হোসেন (লাঙল) পেয়েছেন ৪৩৬ ভোট।

সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলার নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।

এর আগে, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ নয় বছর পর ছেংগারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছেংগারচর পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৩৩৬ জন।

আনোয়ারুল হক/এমজেইউ