কটিয়াদীতে পুলিশের ওপর হেফাজতের হামলা, আসামি ৩ হাজার
কিশোরগঞ্জে কটিয়াদীতে হেফাজতে ইসলামের হরতালকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন হাজার জনকে আসামি করা হয়েছে।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতের হামলা-ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় সন্ত্রাস দমন ও নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছে। এ মামালায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তবে আসামি গ্রেফতারের অভিযান চলছে।
বিজ্ঞাপন
জানা গেছে, রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের হরতালকে কেন্দ্র করে কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেনসহ ১১ পুলিশ সদস্য আহত হন।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হেফাজতের নেতৃবৃন্দ ছাড়াও এ মামালায় বিএনপি-জামায়াতের বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া কিশোরগঞ্জ শহরে হেফাজতের হরতালের তাণ্ডবে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা করেছে। তাতে আসামি করা হয়েছে ২ হাজার ৮০০ জনকে। মামলায় পুরোনো থানার ঘটনা দেখিয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে, শহীদী মসজিদ এলাকা থেকে গৌরাঙ্গবাজারসহ অন্যান্য স্থানের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ মামলা দুটি করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক পিপিএম। তিনি বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও জনগণের জানমালের ক্ষতি, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, সড়ক অবরোধ ও যানবাহনে ভাঙচুরের ঘটনায় মামলা দুটি করা হয়েছে।
শহীদী মসজিদ এলাকা থেকে শুরু করে অন্যান্য এলাকার ঘটনায় মামলাটি করেছেন শহরের এক নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহরাব মিয়া পুরোনো থানার ঘটনার মামলাটি করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (সিপি) জয়নাল আবেদীন।
ওসি বলেন, এসব ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইদিন সন্ধ্যায় শহরের তমালতলা এলাকায় জেলা বিএনপির কার্যালয় ও স্টেশন রোডে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।
এসকে রাসেল/এসপি