জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে অবস্থান করছে তিন বছর বয়সী শিশু সানায়া ইরহা। চলতি বছরের ২৬ মার্চ ব্লাড ক্যান্সারে (একিউট লিম্ফোসাইটিসি লিউকেমিয়া) আক্রান্ত হয়েছে শিশুটি।

বর্তমানে সে ভারতের দিল্লির ফোর্টিস মেমোরিয়াল গবেষণা ইনস্টিটিউটে একমাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন। সেখানে তার কেমো ট্রিটমেন্ট চলছে। এছাড়া প্রতিনিয়ত তার নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। ফলে একটানা হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে তাকে। 

ব্যাকটেরিয়া আক্রমণ করায় গত ১৩ দিন ধরে শিশুটির পিআইসিইউতে চিকিৎসা চলছে। ডাক্তাররা জানিয়েছে, তার ফুসফুসে ব্যাকটেরিয়া আক্রমণ করায় নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তাই তাকে ভ্যান্টিলেটর সাপোর্ট এ কৃত্রিম নিঃশ্বাসের মাধ্যমে রাখা হয়েছে।

শিশু সানায়া ইরহা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামের সাঈদুল হাওলাদারের একমাত্র মেয়ে।
 
দিল্লির ফোর্টিস মেমোরিয়াল গবেষণা ইনস্টিটিউটের ডাক্তাররা জানিয়েছেন, এই রোগের ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদি। সাধারণত ২-৩ বছর করতে হয় এবং অত্যন্ত ব্যয়বহুল।

শিশুটির বাবা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে সানায়া ইরহার চিকিৎসায়। বর্তমানে হসপিটালাইজড হওয়ার কারণে প্রতিনিয়ত বিলের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার অবস্থা অবনতির দিকে যাওয়ায় চিকিৎসার জন্য অস্বাভাবিক হারে টাকা খরচ হচ্ছে। কিন্তু, সামান্য বেতনের চাকুরে বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। এই বাবা তার একমাত্র মেয়ের জন্য হৃদয়বান মানুষগুলোর সহযোগিতা চেয়েছেন।

শিশুটির বাবা সাঈদুল হাওলাদার বলেন, সবাই মিলে উদ্যোগ নিয়ে আমার মেয়েকে বাঁচানো সম্ভব। আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। হৃদয়বানদের সহযোগিতা পেলে মেয়ের চিকিৎসা হয়তো চালিয়ে যেতে পারবো। না, হলে অসুস্থ মেয়েকে নিয়ে দেশে ফিরে আসতে হবে আমাকে। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।

সহযোগিতা পাঠাতে যোগাযোগ করা যাবে শিশুটির নানা সাব্বির আহমেদের সঙ্গে। ফোন নম্বর +৮৮০১৭৮৫৮৯১০০৫।
এছাড়াও বিকাশ ও নগদের মাধ্যমেও সহযোগিতা পাঠানো যাবে ০১৯৫০৮৫৫৯২৬ নম্বরে।

Bank Details
Account Name : Sadia Ahmed
Account Number: 20507770202401020
Bank name: Islami Bank Bangladesh Ltd.
Branch: Kanchpur (কাঁচপুর)

এমএএস