প্রতীকী ছবি

ভোলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) ভোলা সদর ও মনপুরা উপজেলায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আজমির (৩), দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের আবু হানিফের ছেলে আতাউল্লাহ (২) এবং মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকার মো. জসিম উদ্দিনের মেয়ে নাহিদা আক্তার (২)।

ভোলা সদর ও মনপুরা থানা পুলিশের ওসি মো. শাহীন ফকির ও জহিরুল ইসলাম কামরুল বলেন, পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে এই তিন শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমজেইউ