সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেন সংকটে ২ জনের মৃত্যু
সাতক্ষীরার আশাশুনিতে সেপটিক ট্যাংকে অক্সিজেন সংকটে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন সরকার (২২) ও একই গ্রামের বাসুদেব বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫)।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, মিলন সরকার ওই বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে সেখানে সেপটিক ট্যাংকের ঢালাই দেওয়া হয়। মিলন সেন্টারিং এর তক্তা খোলার জন্য সেপটিক ট্যাংকির ভেতরে নামেন। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে মিলনের কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের ভাই আশুতোষ বিশ্বাস ট্যাংকির ভেতরে নামেন মিলনকে খোঁজার জন্য। তবে আশুতোষ বিশ্বাস নামার কিছুক্ষণ পর থেকে তারও সাড়াশব্দ পাওয়া যায় না। এসময় স্থানীয়দের সহযোগিতায় ট্যাংকের ভেতর থেকে তাদের দুজনকে উদ্ধার করা হয়। পরবর্ততীতে ফায়ার সার্ভিস টিম সেখানে পৌঁছালে বুধবার রাতে দুজনকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার জন্য ট্যাংকের ভেতরে নামলে অক্সিজেন সংকটে মিলন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। একই ঘটনায় মিলনকে উদ্ধার করতে নেমে আশুতোষ বিশ্বাস নামে অপর এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি জানামাত্র পুলিশ ওখানে পরিদর্শন করেছে। এ বিষয়ে থানাতে কেউ মামলা দায়ের করেনি।
বিজ্ঞাপন
সোহাগ হোসেন/আরকে