ঠাকুরগাঁওয়ে টেকনোলজিস্ট ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁও জেলা শহরে মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াই জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে রাফি ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাফি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করে আসছিলেন মেডিকেল টেকনোলজিস্ট নলেজ প্রক্সি কেপি রাণী। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১০ জুলাই চাকরি ছেড়ে দেন তিনি। তবে চাকরি ছাড়ার পরও তার স্বাক্ষর ব্যবহার করে ভুয়া রিপোর্ট দিয়ে আসছে ডায়াগনস্টিক সেন্টারটি।
বিজ্ঞাপন
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজও নলেজ প্রক্সি কেপি রাণীর সিল ও স্বাক্ষর জালিয়াতি করে সাদেকুল ইসলাম নামে এক রোগীকে রোগ পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে নলেজ প্রক্সি কেপি রাণী বলেন, ব্যক্তিগত কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি। এরপরও তারা আমার সিল ও স্বাক্ষর ব্যবহার করে আসছে, এর দায়ভার আমি নিতে রাজি নই।
রোগী সাদেকুল ইসলাম বলেন, আমরা তো এ বিষয়ে কিছুই জানি না। আমাদের মতো গরিব মানুষদের অসুস্থতার সুযোগ নিয়ে আয় করছে ডায়াগনস্টিক সেন্টারটি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে রাফি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুর রশীদ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, আমরা এ ডায়াগনস্টিক সেন্টারটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব।
আরিফ হাসান/এফকে