বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ-এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি), বাগেরহাট শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন ডিপ্লোমা প্রকৌশল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আইডিবি’র কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মো. শামসুর রহমান, আইডিবি’র খুলনা জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তাপস, সেক্রেটারি মো. শামীম হোসেন, বাগেরহাট জেলা সভাপতি আব্দুল সালাম, সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এক শ্রেণির লোক সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে বাগেরহাটে উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফের ওপর হামলা করা হয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। মানববন্ধনে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

গত ১২ জুলাই বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফকে তার কার্যালয় থেকে তুলে নিয়ে মারধর ও লঞ্চিত করেন সন্ত্রাসীরা। ঘটনার চারদিন পর রোববার ১৬ জুলাই রাতে তিন ছাত্রলীগ নেতাসহ চারজনের নামে বাগেরহাট মডেল থানায় মামলা করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শেখ আবু তালেব/এফকে