ইট-পাথরের সাভারে ফুটবলপ্রেমীদের মিলনমেলা
শিল্পাঞ্চল সাভারের নাম শুনলে কলকারখানার চিত্রই ভেসে উঠে। এবার সেই উঁচু দালান-কোঠার মাঝেই বসল ফুটবলপ্রেমীদের মিলনমেলা। যেখানে বর্তমান ফুটবলের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যোগ করলেন বাড়তি আমেজ। মাঠের কানায় কানায় পরিপূর্ণ দর্শক। মাঠে জায়গা না হওয়ায় স্কুল ভবনের ছাদে উঠেছেন অনেক দর্শক।
শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে ওয়াসিল উদ্দিন স্মৃতি ফুটবল ম্যাচ-২০২৩ ম্যাচ শুরু হয়। এই ম্যাচে অংশগ্রহণ করে স্থানীয় শফিক ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এখন পর্যন্ত (৫টা ১৫ মিনিট) খেলার ফলাফল গোলশূন্য।
বিজ্ঞাপন
খেলা শুরুর আগে ব্যারিস্টার সুমন বলেন, আমি আপনাদের হারাতে আসিনি। আমি আজ এই খেলার মধ্য দিয়ে আপনাদের সাভারের সঙ্গে আত্মীয়তা করতে এসেছি। আমাদের এলাকার মানুষ মনে করেন সাভারের মানুষ অনেক ধনী ও তাদের মন অনেক বড়। আপনাদের এখানে হারা বা জেতার চেয়ে আপনাদের সাভারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ফুটবলটা যে নষ্ট হয়ে আইসিইউতে আছে সেখান থেকে বের করে সুস্থ করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা খেলে চলে যাওয়ার পরও এখানে যেন খেলা চলে, মাঠের যেন ভালো ব্যবস্থা হয় এখানকার জনপ্রতিনিধিরা তা দেখবেন।
বিজ্ঞাপন
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।
মাহিদুল মাহিদ/এমজেইউ