পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের উন্নয়নের পালে বাতাস লেগেছে। এটা থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়া ঠিক হবে না। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, শিক্ষা-সংস্কৃতির কল্যাণের জন্য আমাদের বৈশ্বিক উন্নয়নের প্রয়োজন আছে।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলার দশজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছি। আমাদের শুধু একটি আবেদন, নির্বাচন আসছে। আমরা চাই বাস্তবিক উন্নয়ন। এটা মাথা তোলে বলা দরকার। নয়তো নানা ফাঁকফোকর দিয়ে অন্য কিছু হয়ে যেতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য কিছুই করা হবে না। শুধু যারা উন্নয়নের জন্য কাজ করেন তাদেরকে বিবেচনা করবেন।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

উল্লেখ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কুমকুম চন্দ, ইকবাল কাগজী, মো. আপ্তাব মিয়া, কাজলী রানি সাহা ও ডা. সালেহ আহমদ আলমগীরকে গুণীজন সম্মাননা-২০২১ প্রদান করা হয়। এছাড়া সুমন কুমার দাশ, মো. তফাজ্জল হোসেন, রূপশ্রী রায়, মো. কালা মিয়া ও অমিয়াংশু চৌধুরীকে গুণিজন সম্মাননা-২০২২ প্রদান করা হয়।

সোহানুর রহমান সোহান/এমজেইউ