সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরছে ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীর জেলেপাড়ায়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা স্বস্তির ঢেকুর তুলছে। মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তারা।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় সোনাগাজীর উপকূলীয় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় জেলে শ্রীদারাম বলেন, সাগরে মাছ শিকারে আমাদের প্রস্তুতি সম্পন্ন। এতদিন ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো মেরামত করা হয়েছে। আবার কেউ কেউ জাল বোনার কাজে ব্যস্ত সময় পার করেছেন। দীর্ঘ দুই মাস বেকার সময় কাটিয়ে নতুন উদ্যমে প্রাণহীন থাকা জেলে পল্লিগুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফিরেছে। এটি আমাদের জন্য অত্যন্ত খুশির।

নয়ন দাশ নামে আরেক জেলে বলেন, সোনাগাজীর শতাধিক জেলে মিলে মাছ ধরতে যাব। তবে এবছর যেহেতু বৃষ্টি একটু কম, সাগরে মাছ পাওয়া নিয়ে কিছুটা হলেও শঙ্কা রয়েছে।

নিষেধাজ্ঞার সময়ে দুর্ভোগের কথা তুলে ধরে এ জেলে বলেন, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার ঘোষণা দিলে আমাদের সংসার চালাতে কষ্টের শেষ থাকে না। পরিবারের প্রতিদিনের খাবারের জোগান তো দূরে থাকুক, এসময়ে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের ভারে আমরা পিষ্ট হয়ে যাই। 

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় খুশি ফেনীর মৎস্য ব্যবসায়ীরাও। শহরের পৌর মৎস্য আড়তের ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, বাজারে অন্যান্য জায়গার ইলিশ পরিবহনে আমাদের বাড়তি খরচ হয়। সে ক্ষেত্রে সোনাগাজীর উপকূলীয় এলাকার জেলেদের থেকেই বেশিরভাগ মাছ সংগ্রহের চেষ্টা করি। এতে আমাদের লাভের পরিমাণও ভালো হয়। 

উল্লেখ্য, সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ।

তারেক চৌধুরী/এসএম