যিনি যে পরামর্শ দেবেন সেটি বিবেচনায় নিয়ে কাজ করতে চাই
দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৭২ ঘণ্টায় সংখ্যাটি পৌঁছেছে ৫০ এর ঘরে। নতুন করে করোনার প্রকোপ বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না অধিকাংশ মানুষকেই।
তাই নতুন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে মাঠে নামছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
বুধবার (৩১ মার্চ) বিকেলে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় আবারও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে। সেই লক্ষে বৃহস্পতিবার থেকে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ নগরীতে প্রতিদিন চারটিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একইসঙ্গে নতুন করে যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদেরকে যথাযথ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে জেলায় অসহায় ও কর্মজীবীদের মাঝে এক লাখ মাস্ক বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
সদ্য যোগদানকৃত এ জেলা প্রশাসক বলেন, জেলার নাগরিক সমস্যাগুলো সমাধান এবং জেলার উন্নয়ন ও ব্র্যান্ডিংয়ে অধিকতর গুরুত্ব দেব। সংস্কৃতিসমৃদ্ধ এ জেলায় একটি সাংস্কৃতিক পল্লী গড়ার বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে। জেলার অগ্রযাত্রায় জনপ্রতিনিধিসহ সবাইকে নিয়ে কাজ করতে চাই। যিনি যে পরামর্শ দেবেন সেটিই গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে কাজ করতে চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় ময়মনসিংহের সার্বিক বিষয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসা, নারী সাংবাদিক সংঘের আহ্বায়ক বাবলী আকন্দ ও দৈনিক সমকালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।
এসময় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাকিবুল হাসান রুবেলসহ ময়মনসিংহে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬৩ জন ও মারা গেছেন ৬১ জন।
উবায়দুল হক/এমএএস