বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
বাসের চাপায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন দুই ভাই। সোমবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন- মাহফুজুর রহমান(২৯) ও হামিম (১১)। তারা মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর ছেলে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার সময় হামিম ঘটনাস্থলেই নিহত হয়। বড় ভাই মাহফুজুর বাস চাপায় গুরুতর আহত হন। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই দুই ভাই ঢাকাগামী একটি বাসের জন্য এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়ানো ছিল। ওই সময় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস এলে বাসটি থামানোর জন্য ইশারা দেন মাহফুজ। এই সময় দুই ভাই কিছুটা এগিয়েও যায়। কিন্তু বাসটি না থেমে দ্রুত গতিতে দুই ভাইয়ের উপরে উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ জানান, ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের চাপায় দুই ভাইয়ের এ মৃত্যুর ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে দুই ভাই ঢাকাগামী বাসে ওঠার জন্য এক্সপ্রেসওয়ের পাশে অপেক্ষা করছিল। এ সময় দ্রুত গতিতে আসা ইলিশ পরিবহনের ওই বাসটি তাদের চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
জহির হোসেন/এএএ