সুইডেন পলিটেকনিকের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের
রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের (বিএসপিআই) জাহাঙ্গীর ছাত্রাবাস থেকে পড়ে গিয়ে শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) নিহত শিক্ষার্থীর বড়ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কাপ্তই থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের বড়ভাই মাহাবুবুর রহমান বলেন, আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। আমাদের মনে হচ্ছে ওকে মেরে ফেলা হয়েছে। আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় ইন্সটিটিউট কর্তৃপক্ষেরও দায় আছে। আমার ভাই যেই ছাত্রাবাসের দোতলায় থাকতো সেই ছাত্রাবাসের রুমগুলোর জানালায় কোনো ধরনের গ্রীল বা কপাট ছিল না। ছাত্রবাসের শিক্ষার্থীরা জানালা দিয়ে বের হয়ে সানশেডের ওপর আসা যাওয়া করতে পারতো। সানশেড থেকে তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কিংবা মজা করেও কেউ ধাক্কা দিতে পারে। তাই আমরা ধারণা করছি আমার ভাইয়ের মৃত্যুটি হত্যাকাণ্ড হতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানে র্যাগিংয়েরও একটি বিষয় প্রচলিত আছে বলে আমরা জেনেছি। আমরা এ ঘটনার একটি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।
বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, যেহেতু শিক্ষার্থীটির পরিবার মামলা দায়ের করেছে এটি এখন পুলিশের বিষয়। পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং তদন্ত শেষে জানা যাবে আসলে কি ঘটেছিল?
কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিএসপিআই’র শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিহতের বড়ভাই বাদী হয়ে দণ্ডবিধি ৩০২/৩৪ এর ধারায় আজ (সোমবার) একটি হত্যা মামলা দায়ের করেছে। এখন তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, নিহত শিক্ষার্থী গত ১৬ জুলাই বেলা ১২টায় প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের এর দোতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় সে গত ১৯ জুলাই মারা যায়। সে কাপ্তাই বিএসপিআই’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টর ৫ম পর্বের ছাত্র এবং ময়মনসিংহের পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।
মিশু মল্লিক/এমএএস