ইসলামের হেফাজত না করে হেফাজতে ইসলাম বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। 

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতাদের বাড়ি ও সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, যারা আগুন সন্ত্রাসী করে, যারা ইসলামের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা কোনোভাবেই ইসলামের হেফাজত করছে না। আমার অবাক লাগে, কীভাবে মাদরাসাছাত্রদের মিথ্যা বলে ভুল বুঝিয়ে মাঠে নামাচ্ছে। মাদরাসাছাত্রদের বলব, তারা যেন সচেতন হন। কারো মিথ্যা আশ্বাসে মাঠে নেমে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন।

জয় আরও বলেন, তারা আমাদের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘরবাড়ি পুড়িয়েই ক্ষান্ত হয়নি, বাবা-মায়ের গায়েও হাত তুলেছে। আমরা এসব কাপুরুষদের বিচার চাই। ছাত্রলীগ মাঠে আছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

এ সময় জয়ের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/ওএফ