আমার নমিনেশন অন্য কারও কাছে নয়, শেখ হাসিনার কাছে : একরাম
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমার দলীয় মনোনয়ন নিয়ে আপনারা এক সেকেন্ডের জন্যও চিন্তা করবেন না। আমার নমিনেশন অন্য কারও কাছে নয়, জননেত্রী শেখ হাসিনার কাছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুইচ গেট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে গিয়ে একটি ক্ষতিগ্রস্ত বাড়িসহ ছয়জন ক্ষতিগ্রস্তের মাঝে এক লাখ ২০ হাজার টাকা নগদ সহযোগিতা করেন একরামুল করিম চৌধুরী। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দলীয় নেত্রী শেখ হাসিনা আমাকে বলে দিয়েছেন ‘নিজ নির্বাচনী এলাকায় যাও, কাজ শুরু করে দাও’। কোথায় কে কী বললো, তা দেখার আমাদের কী দরকার! আপনারা শেখ হাসিনা ও আমার ওপর বিশ্বাস রাখেন।
একরামুল করিম চৌধুরী বলেন, আমি মারা গেলে আমার কবর যেন সুবর্ণচরে হয়। আমাকে আপনাদের ভালোবাসার সঙ্গে রাখবেন। আমাকে আপনারা সরিয়ে দিয়েন না। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাকে বাংলাদেশের সব লোকও যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নেই। আপনারা মনে রাখলেই চলবে। হাতিয়া-বেগমগঞ্জের লোকজন কি এসে আমাকে ভোট দিয়ে যাবে? আপনাদেরকে (সদর-সুবর্ণচর) আমার দরকার, হাতিয়া-বেগমগঞ্জের লোকের দরকার নেই। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই, সেবা করে যেতে চাই।
এ সময় চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নানসহ সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমজেইউ