ঢাকা পোস্টে সংবাদ প্রচার
বৃদ্ধকে ভ্যান কিনে দিল আলতাব উদ্দিন ওয়ার্ল্ড ফাউন্ডেশন
আব্দুর হালিমকে ভ্যানটি হস্তান্তর করেন পুলিশ সুপার।
মাদারীপুর সদর উপজেলায় রাস্তায় যানজট থাকায় রাস্তা পার করে দেওয়ার কথা বলে এক যুবক ভ্যান নিয়ে পালিয়ে যান। নিজের আয়ের শেষ সম্বল ভ্যানটি হারিয়ে অসহায় হয়ে পড়েন বৃদ্ধ আব্দুর হালিম মাতুব্বর (৭৬)।
গত ২৬ মে ঢাকা পোস্টে ‘উপার্জনের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে কাঁদছেন হালিম মাতুব্বর’ শিরোনামে সংবাদ প্রচার হওয়ায় আব্দুর হালিমের পাশে দাঁড়িয়েছেন সুবিধাবঞ্চিত ও অসহায়দের নিয়ে কাজ করা ‘আলতাব উদ্দিন ওয়ার্ল্ড ফাউন্ডেশন’। তাদের স্বাবলম্বী প্রজেক্ট থেকে বৃদ্ধ হালিম মাতুব্বরকে একটি অটো ভ্যান কিনে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আব্দুর হালিম মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার মস্তোফাপুর ইউনিয়নের চাপাতলী এলাকার বাসিন্দা।
বুধবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলা শহিদ কানন চত্বরে বৃদ্ধ হালিম মাতুব্বরের নিকট আনুষ্ঠানিকভাবে মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম অটো ভ্যানটি হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
ভ্যান পেয়ে বৃদ্ধ হালিম মাতুব্বর ঢাকা পোস্টকে বলেন, আলহামদুলিল্লাহ খুব উপকার হলো ভ্যানটি পেয়ে। এই ভ্যান চালিয়ে আবারও আগের মতো সংসার ও কিস্তি চালাতে পারব। এমন সহযোগিতার জন্য সবার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।
তিনি আরও বলেন, আমি অনেক দিন এই ভ্যানের জন্য কান্না করছি। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। যারা আমারে ভ্যান কিনে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে এভাবে মানুষের সেবা করার সুযোগ দেয়। এখন আমি এই বৃদ্ধ বয়সে ভ্যান চালিয়ে পরিবার নিয়ে বাঁচতে পারবো।
নকশি কাঁথা সংগঠনের সদস্য জুবায়ের জাহিদ বলেন, ‘আলতাব উদ্দিন ওয়ার্ল্ড ফাউন্ডেশন’ সব সময় অসহায় মানুষদের নিয়ে কাজ করে। যেখানে অসহায় মানুষ আছে সেখানে তারা ঘুরে ঘুরে মানুষদের এভাবে সাহায্য করে। তাদের মতো যদি দেশের সবাই এরকম অসহায় মানুষদের সাহায্য করে তাহলে দেশে কোনো অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না।
মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আলতাফ উদ্দিন ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধকে ভ্যান কিনে দিয়ে তার পাশে দাঁড়িয়েছে। এটি আসলেই মহৎ উদ্যোগ। তাদের এই সংগঠন সবসময় অসহায় মানুষের সেবা করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সদর থানার পাশে বসে কান্না করতে দেখা যায় আব্দুর হালিম মাতুব্বরকে। বিষয়টি জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, গত শনিবার (২০ মে) সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তোফাপুর এলাকা থেকে ভাড়া নিয়ে শহরে আসি। পরে লোক নামিয়ে দিয়ে শহর থেকে বাশতলা গেলে সড়কের উভয় পাশে যানজট দেখা দেয়। এদিকে কোথা থেকে এক ছেলে এসে বলে, কাকা আপনি এমনিতেই চোখে কম দেখেন, আমাকে আপনার ভ্যানটা দেন রাস্তার যানজট পার করে দিই। আমি সরল মনে ছেলেটিকে ভ্যানটি দিই। কিছুক্ষণ পর যানজট কমলে ভ্যানসহ ওই ছেলেকে আর দেখি না। পরে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ভ্যান হারানোর একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছেন বৃদ্ধ হালিম মাতুব্বর। আমরা ভ্যানটি উদ্ধারের চেষ্টা করছি।
রাকিব হাসান/এএএ