রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ হেফাজতের নেতা-কর্মীদের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩টি মামলা হয়েছে। এ মামলাগুলোতে আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় আড়াই হাজার মানুষকে। তবে এ মামলায় নতুন করে আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, হেফাজতের হামলার ঘটনায় বুধবার (৩১ মার্চ) রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৮টি, আশুগঞ্জ থানায় ২টি ও সরাইল থানায় ১টি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় অজ্ঞাত প্রায় ১১ হাজার মানুষকে আসামি করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে সদর মডেল থানায় ১৮ জন ও আশুগঞ্জ থানায় ৩ জন গ্রেফতার হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশের বিশেষ শাখার (এিসবি) ডিআইও-১ ইমতিয়াজ আহম্মেদ জানান, এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আজিজুল সঞ্চয়/এসপি