যশোর বোর্ডে পাসের হার ৮৬.১৭ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। যশোর বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।
গতবার যশোর বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ জানান, চলতি বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। তারমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৩৭০ এবং জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৯ হাজার ২৪৭ জন।
বিজ্ঞাপন
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, যশোর বোর্ডের সাতক্ষীরা, নড়াইল ও যশোরের মোট তিনটি প্রতিষ্ঠানের কেউই পাস করেননি। এ বছর পাসের হার কম হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, গত দুই বছর যশোর বোর্ডে পাসের হার বেশি ছিল কারণ তখন করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। আর এ বছর সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বছর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী নীলীমা জামান বলেন, আমি জিপি-৫ পেয়ে অনেক আনন্দিত। পরীক্ষার সময় অনেক অসুস্থ ছিলাম, তবুও পরীক্ষা ভালো দিয়েছি।
যশোর পুলিশ লাইন্স স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র সালমান আল- ফারাজি বলেন, জিপিএ-৫ পেয়েছি। অনেক ভালো লাগছে। পরীক্ষায় প্রশ্ন একটু কঠিন হয়েছিল, তবুও মনে আত্মবিশ্বাস ছিল যে রেজাল্ট ভালো হবে।
আর পড়ুন: এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এ্যান্টনি দাস অপু/এএএ