টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীই জি‌পিএ-৫ পেয়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে। ক‌লে‌জ থে‌কে ৪৭ জন পরীক্ষার্থী এসএস‌সি পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে সবাই জিপিএ-৫ পেয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সারাদেশে এক‌যো‌গে এসএস‌সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকা‌শিত হয়।

মির্জাপুর ক্যাডেট কলেজের ধারাবা‌হিক ফলাফ‌লে আন‌ন্দিত শিক্ষক, অ‌ভিভাবক ও শিক্ষার্থীরা। গত বছরও ৫০ জন পরীক্ষার্থী এসএস‌সিতে জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছিল।

ভাল ফলাফ‌লে শিক্ষার্থী‌দের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, উপাধাক্ষ্য মো. কামরুজ্জামান ও অ্যাডজুট্যান্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান, প্রতি বছরই এসএস‌সি পরীক্ষায় ভাল ফলাফ‌লের রেকর্ড র‌য়েছে মির্জাপু‌র ক্যাডেট ক‌লে‌জের। এবছরও ৪৭ জ‌নের সবাই জিপিএ ৫ পে‌য়ে‌ছে। গত বছরও সবাই জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছিল। 

আর পড়ুন:  এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

অ‌ভি‌জিৎ ঘোষ/এএএ