চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে ছেলেরা এগিয়ে। অন্যদিকে জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে। 

শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশে এ চিত্র দেখা যায়। 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাসের হারে ছেলেরা ৭৮ দশমিক ৭৯ শতাংশ এবং মেয়ে পরীক্ষার্থীরা ৭৮ দশমিক ১৪ শতাংশ পাশ করে। কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার মোট পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। 

জিপিএ-৫ পেয়েছে মোট ১১ হাজার ৬২৩ জন। তারমধ্যে ছেলেরা ৪ হাজার ৭০৫ এবং মেয়েদের মধ্যে ৬ হাজার ৯১৮ জন জিপিএ-৫ পায়। 

এ বছর এ কুমিল্লা বোর্ড থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন উত্তীর্ণ হয়। এ শিক্ষাবোর্ড থেকে ছেলে পরীক্ষার্থী অংশ নেয় ৭৭ হাজার ১০০ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৭৪৭ জন পাস করে। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। 

মেয়ে পরীক্ষার্থী অংশ নেয় ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। যাদের মধ্যে কৃতকার্য হয় ৮২ হাজার ৪৬৯ জন। মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ১৪ শতাংশ।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের ঢাকা পোস্টকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আর পড়ুন:  এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

আরিফ আজগর/এএএ