এসএসসি ও সমমান পরীক্ষা
সাফল্যের ধারায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ, শতভাগ জিপিএ-৫
এসএসসি ও সমমান পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। সেনা সদস্যদের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ দরুণ এই ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এই ফলাফলের জন্য সকল পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানাই।
বিজ্ঞাপন
এদিকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা উন্নয়ন ও আইসিটি) ফাহমিদা হক জানান, জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৬ জন শিক্ষার্থী। জেলার ১৮৫টি বিদ্যালয় থেকে ১৮ হাজার ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ২৭৭ জন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৮৬ দশমিক ৯৮ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে দাগনভূঞা উপজেলা। এ উপজেলায় ৩ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৬০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৫৯ জন। আর ৮৪ দশমিক ১০ শতাংশ পাসের হার নিয়ে জেলায় ২য় স্থানে ছাগলনাইয়া উপজেলা। এ উপজেলা হতে ২ হাজার ৩১ জন অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৭০৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন। এছাড়া ৮০ দশমিক ৮০ শতাংশ পাসের হার নিয়ে জেলায় তৃতীয় ফেনী সদর উপজেলা। ৭ হাজার ৩১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫ হাজার ৯০৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮১৮ জন।
সূত্র আরও জানায়, জিপিএ-৫ বিবেচনায় জেলায় এগিয়ে সদর উপজেলা। অন্যান্য উপজেলার মধ্যে পরশুরামে ১ হাজার ২৭৮ জন অংশ নিয়ে পাস করেছেন ৯৪৯ জন। পাসের হার ৭৪ দশমিক ২৬, জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন। সোনাগাজীতে পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। ২ হাজার ৪৯০ জন অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৭৫০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬০ জন। জেলার সর্বনিম্ন পাসের হার ফুলগাজী উপজেলায়। এ উপজেলায় পাসের হার ৬৬ দশমিক ৫৮ শতাংশ। ১ হাজার ৫০৫ জন অংশ নিয়ে পাস করছেন ১ হাজার ২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন।
জেলা প্রশাসন হতে প্রাপ্ত তথ্যে দেখা যায়, জেলায় শতভাগ পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, সাউথ বল্লভপুর স্কুল অ্যান্ড কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, পুলিশ লাইনস স্কুল, স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল এবং আমিন নেওয়াজ গার্লস হাই স্কুল।
এমজেইউ