বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ কেজি তামার তারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে ৩-আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ২নং গেট এলাকায় অভিযান চালিয়ে মো. কাশেম মিয়া (৩২) এবং মো. নজরুল ইসলাম (২৫) নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মো. কাশেম মিয়া রামপাল উপজেলার ভূইয়ারকান্দর মানিক নগর গ্রামের আমজাদ শেখের ছেলে ও মো: নজরুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিয়াপাড়া গ্রামের নান্নু মোল্লার ছেলে।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে বিপুল তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়নের একটি দল বিদ্যুৎ কেন্দ্রের ২নং গেট এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ কেজির অধিক আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়। আটক হওয়া অভিযুক্তদের রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। 

শেখ আবু তালেব/এসকেডি