আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ
সাভারের আশুলিয়ায় বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টা ১৫ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুইটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঢাকা পোস্টকে বলেন, বিকেলে বিএনপির নেতাকর্মীরা বাসটিতে অগ্নিসংযোগ করে বলে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।
মাহিদুল মাহিদ/এমজেইউ
বিজ্ঞাপন