নাটোরে ৭টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোরে সাতটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সোমবার (৩১ জুলাই) বিকেলে নাটোরে প্র্যাকটিস সুইমিংপুল, রোলার স্কেটিং ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। উপজেলা পর্যায়ে বেকার যুবকদের স্বনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে। কেবল শহর কেন্দ্রিক নয়, উপজেলা পর্যায়েও স্টেডিয়াম করা হচ্ছে। যার অংশ হিসেবে নাটোরের সাতটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র ঊমা চৌধুরী জলি প্রমুখ।
পরে জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে নাটোর জেলার ক্রীড়ার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিজ্ঞাপন
শাহিনুল আশিক/আরএআর