সরকার নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।  

তিনি বলেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে। তারা নাটক সাজিয়ে বিএনপির নেতাদের পিটিয়ে থানায় নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে বিভিন্ন প্রকার খাবার সাজিয়ে সেটা প্রচার করে নাটক করছে। কিন্তু এসব নাটক করে কোনো লাভ হবে না। নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবেন না। বিএনপির নেতাকর্মীরা এই সরকারের পদত্যাগ দাবিতে এক হয়েছে, একত্রিত হয়েছে।      

রোববার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন। গত ২৯ জুলাই ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এ সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপি। 

এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, এই সরকারের ভাগ্য লেখা হয়েছে, তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। ইতোমধ্যে এক দফার আন্দোলনে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছে। কিন্তু হত্যা সন্ত্রাস করে এই আন্দোলনকে দমন করা যাবে না। কারণ এই আন্দোলন বিএনপির হাতে নাই, এই আন্দোলন জনগণের হাতে চলে গেছে। হামলা-মামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের চোখ রাঙানিতে আমরা আর ভয় পাই না।

সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা প্রমুখ।  

সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

উবায়দুল হক/এমএএস