শাশুড়িকে ধর্ষণের অভিযোগ শেবাচিম হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের স্টাফ কোয়ার্টারে ৭০ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তপু তালুকদার নামের হাসপাতালটির এক কর্মচারীর বিরুদ্ধে।
সোমবার (৩১ জুলাই) রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ধর্ষণের শিকার ওই বৃদ্ধা বর্তমানে হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের ক্লিনার পদে কর্মরত আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা তপু তালুকদার স্ত্রী ও চার সন্তান নিয়ে কোয়ার্টারে থাকতেন। কয়েক দিন আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে তপু স্ত্রীকে মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়।
ওসিসির দায়িত্বরত পুলিশ সদস্য এসআই ফরিদা ইয়াসমিন বলেন, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী তপু সিকদারের স্ত্রীকে মারধর করায় তিনি ওসিসিতে ভর্তি হন। ওদিকে তাদের ছেলে-মেয়েদের দেখাশোনা করার জন্য বাসায় আসেন তপু সিকদারের শাশুড়ি। কিন্তু তাকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন তপু সিকদার। সকালে জ্ঞান ফিরলে বৃদ্ধা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তপু আবারও তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওইদিন রাত ১০টার দিকে বৃদ্ধা হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞাপন
তপু তালুকদারের এক ছেলে বলেন, সাধারণত আমরা বাবার সঙ্গে এক রুমে ঘুমাই। আর ছোট ভাইকে নিয়ে মা ও নানি আলাদা রুমে ঘুমান। ওই রাতে মা ঘরে না থাকায় আমরা নানির সঙ্গে ঘুমাতে গেলে আব্বা আমাদের সরিয়ে দেন।
এ বিষয়ে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুজন নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানতে পেরে হাসপাতাল থেকেই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ সবকিছু তদন্ত করে দেখছে। তাছাড়া যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি জড়িত থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/এএএ