ফেনীতে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
প্রতীকী ছবি।
ফেনীর সোনাগাজী পৌরসভার পূর্ব চরগনেশ রেজি মিয়াজী বাড়িতে মায়ের সঙ্গে অভিমান করে রোকশানা আক্তার আকলিমা (১৪) নামে এক কিশোরীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মায়ের সঙ্গে অভিমান করে আকলিমা আত্মহত্যা করেছে বলে দাবি করছে তার পরিবার। সে মোহাম্মদ হারুন এবং কামরুন নাহার স্বপ্না দম্পতির মেঝো সন্তান।
বিজ্ঞাপন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ক্লাসের সময় হলে আকলিমাকে মাদ্রাসায় যেতে বললে সে যাবে না বলে জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাবা তার মাকে বকাঝকা করেন। পরে তার মা কিশোরীকে এ নিয়ে আবার কথা শোনান। দুপুরে যোহরের নামাজ শেষে বাবা হারুন বাড়ি ফিরে আকলিমার খোঁজ করতে থাকলে ঘরে আছে বলে জানান তার মা স্বপ্না। এসময় আকলিমার শয়নকক্ষের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে থাকতে দেখে মা-বাবার আহাজারিতে বাড়ির লোকজন এসে তার মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় কাউন্সিলর নাজিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছি। মাদ্রাসায় না যাওয়ায় বকাঝকা করার কারণে আকলিমা আত্মহত্যা করেছে বলে জানান তার বাবা-মা।
বিজ্ঞাপন
ঘটনাস্থল পরিদর্শন করে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক একরামুল হক বলেন, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তারেক চৌধুরী/এফকে