২২ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২২ বছর পর গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি
দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকার পর অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে।
বিজ্ঞাপন
শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির বিচার কার্য শেষে আদালত আসামি মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সাজা থেকে বাঁচতে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকেন আসামি মুর্শিদ।
বিজ্ঞাপন
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম. এম সবুজ রানা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদকে গ্রেপ্তার করতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে সদর থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে বৃহস্পতিবার রাতে মুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএএ