মমেক হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসাধীন ১৪১
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সেলিম (৪৫) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ভর্তি হয়েছেন আরও ২০ জন। হাসপাতালে বর্তমানে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১৪১ জন।
রোববার (৬ আগস্ট) সকালে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ বিন হিরা এ তথ্য জানান।
তিনি বলেন, সেলিম ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন। পরে ওই দিন সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
ডা. হিরা আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন ১৪১ রোগীর মধ্যে পুরুষ ১১৯ জন, নারী ১৯ জন ও ৩ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
উবায়দুল হক/আরকে
বিজ্ঞাপন