মাদারীপুর জেলার শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আরিফ খান (২৮) নামে এক যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ। রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থাকা ৮টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে শিবচর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরিফ বাগেরহাট জেলার গোবরদিয়া এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। 

শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামাল এবং সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশের এক টিম পাঁচ্চর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় আরিফ খান নামে এক ব্যক্তির কাছে থাকা ৪টি ব্যাগ তল্লাশি করে ৮টি বড় প্যাকেট জব্দ করে। পরে ওই প্যাকেটে গাঁজা দেখতে পায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগী পালিয়ে যায়। পুলিশ আরিফ খানকে আটক করে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। বাদামি রঙের স্কচটেপ দিয়ে পেঁচানো ৮টি প্যাকেটে এই গাঁজা ছিল। যার বাজার মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

রাকিব হাসান/এএএ