ভুয়া পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন হারুন
প্রতারণার দায়ে গ্রেপ্তার মো. হারুন অর রশিদ
সাভারে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে ৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মো. হারুন অর রশিদ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজফুলবাড়িয়ার মো. আসলাম প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো.শাহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
গ্রেপ্তার মো. হারুন অর রশিদ রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই হারুন পুলিশের এএসআই পরিচয়ে তিন সহযোগীসহ ভুক্তভোগী আসলামের বাসায় যান। পরে আসলামকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে ভয় দেখান। এ সময় আসলামকে থানায় নিতে টানাহেঁচড়া শুরু করেন। পরে থানায় না নেওয়ার শর্তে ৪ লাখ টাকা দাবি করে হারুন ও তার সহযোগীরা। বাধ্য হয়ে তিনি ৩ লাখ টাকার দুটি চেক দেন হারুনকে। পরে চেক ফেরত দেওয়ার কথা বলে ও চাপ প্রয়োগ করে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
বিজ্ঞাপন
পরবর্তীতে ভুক্তভোগীর বাড়িতে আবারও গিয়ে ৫০ হাজার টাকা দাবি করে তারা। এতে সন্দেহ হয় আসলামের। তাই সাভার মডেল থানায় খোঁজ নিয়ে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পরে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে উপজেলার তেতুলঝোড়া এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর দেওয়া ২ লাখ টাকার একটি ব্যাংক চেক উদ্ধার করা হয়।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার হারুনের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাহিদুল মাহিদ/এএএ