রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা (১৯) নামে এক কিশোর নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। সোমবার (৭ আগস্ট) সকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। 

সুমেন চাকমাকে উদ্ধারে দুপুর ১টার দিকে ডুবুরি দল কাজ শুরু করে। তবে ডুবুরিদল স্রোতের কারণে উদ্ধারকাজ ঠিকমতো করতে পারছে না বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দুই যুবক নৌকা পারাপার করার সময় হ্রদের প্রবল ঢেউয়ে নৌকা উল্টে গেলে ঘটনাস্থলে সুমেন চাকমা হ্রদের পানিতে ডুবে যায়। তবে অপরজন তীরে উঠে আসতে সক্ষম হয়।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন জানান, নৌকা ডুবির বিষয়টা জানার পরপরই নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। কিন্তু স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

মিশু মল্লিক/এএএ