রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে আবু তালেব দেওয়ান (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার(৭ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।
নিহত আবু তালেব দেওয়ান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামের মৃত ভাদু দেওয়ানের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সোমবার বিকেলের দিকে তালেব দেওয়ান বাড়ির পাশে পাট ধোঁয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। তিনি বজ্রপাতের কবলে পড়েন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, বজ্রপাতে আবু তালেব নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
মীর সামসুজ্জামান/এমজে