রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক সাহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামি ইউপি সদস্য হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১ এপ্রিল) মধ্যরাতে বুড়িমারী বাজার থেকে ইউপি সদস্য হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িমারী ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের সদস্য।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, জুয়েল হত্যা,পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে হামলার মামলায় এজাহার ভুক্ত আসামি হাফিজুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি শুধু হত্যা মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন।

জুয়েল হত্যার ঘটনায় দায়ের করা তিন মামলায় পুলিশ এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন আরও ১২ আসামী।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

নিয়াজ আহমেদ সিপন/এমআইএইচ