মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ১৩৪
মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৪ জন ডেঙ্গু রোগী।
বুধবার (৯ আগস্ট) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৪ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজে ৩৩ জন, মুন্নু মেডিকেল কলেজে ১৭ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৩০ জন। তবে এখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একে এম রাসেল জানান, জেলা সদর হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। তবে আক্রান্ত রোগীদের চিকিৎসার কোনো ঘাটতি নেই। তবে ডেঙ্গু থেকে নিজেদের সুরক্ষা রাখতে সবাইকে সচেতন হতে হবে।
বিজ্ঞাপন
সোহেল হোসেন/এমজেইউ